হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধুকে শুধু আলোচনায় সীমাবদ্ধ রাখলে চলবে না: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু আলোচনায় সীমাবদ্ধ রাখলে হবে না। তাঁর আদর্শ লালন করতে হবে। আজ সোমবার সংস্থাটির প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

আলোচনার শুরুতে দুদক চেয়ারম্যান জাতির পিতাসহ ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘বাঙালি জাতির প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাস। কিন্তু বাঙালি সেই বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষা করতে পারেনি। ১৯৭৫-এর ১৫ আগস্টের পর থেকে বঙ্গবন্ধুকে নানাভাবে খাটো করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর তুলনা বঙ্গবন্ধুই। তাঁর মর্যাদাকে কেউ খাটো করতে পারবে না।’

দুদক চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হলে তাঁর আদর্শকে লালন করতে হবে, তাঁর চারিত্রিক গুণাবলি ধারণ ও অনুস্মরণ করতে হবে। বঙ্গবন্ধুকে শুধু আলোচনায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে স্মরণ করে, তাঁর চারিত্রিক গুণাবলি, দর্শন ও কার্যক্রমকে অনুকরণ করে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান। তিনি দুর্নীতি দমন কমিশনের সবাইকে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের শপথ নিতে বলেন।

সভায় দুদক কমিশনার মো. জহুরুল হক ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সব সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। বঙ্গবন্ধুর আত্মা তখনই শান্তি পাবে, যখন আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হব। বঙ্গবন্ধু ১৯৭৫ সালে দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলেছেন, আমরা আজও একই কথা বলছি।’

দুদকের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মাত্র ৫৫ বছর বেঁচে ছিলেন। এই অল্প সময়ে যেভাবে তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এবং যে ত্যাগ স্বীকার করেছেন, তা যদি আমরা মনে গেঁথে তাঁর দেখানো মতে ও পথে চলতে পারি এবং স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে যার যার পর্যায় থকে দেশের জন্য সঠিকভাবে কাজ করি, তবে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন “স্বপ্নের সোনার বাংলা” অর্জনে আমরা সহায়ক ভূমিকা পালন করতে পারব।’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১