হোম > সারা দেশ > ঢাকা

৬ দিনের রিমান্ডে মমতাজ: প্রিজন ভ্যানে তোলার সময় ডিম ও জুতা নিক্ষেপ

মানিকগঞ্জ প্রতিনিধি

রিমান্ড শুনানী শেষে মমতাজকে প্রিজনভ্যানে তোলার সময় ডিম ও জুতা নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় মমতাজকে নিয়ে নানা ধরনের অশ্লীল শ্লোগান দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

হত্যাসহ দুটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ মমতাজ বেগমকে উপস্থিত করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ইমদাদুল হক হামলা, ভাঙচুর ও মারামারির মামলায় পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক আইভী আক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে দুপুর ১২টায় মমতাজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ উপস্থিত করা হলে মামলার তদন্ত কর্মকর্তা হরতালের সমর্থনে গোবিন্দল এলাকায় শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় সাত দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক মুহম্মদ আব্দুন নূর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় মামলার বাদীর পক্ষে বিএনপির শতাধিক আইনজীবী উপস্থিত থাকলেও মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। একপর্যায়ে বিচারকের নির্দেশে মমতাজ বেগম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।

এদিকে মমতাজ বেগমকে আদালতে তোলার সময় বিএনপিপন্থী আইনজীবী ও নেতা-কর্মীরা তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে রিমান্ড শুনানি শেষে মমতাজকে প্রিজন ভ্যানে তোলার সময় তাঁকে বিএনপির নেতা–কর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করেন এবং মমতাজকে নিয়ে নানা ধরনের অশ্লীল স্লোগান দেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় মমতাজ বেগমকে পুলিশের প্রিজন ভ্যানে করে মানিকগঞ্জ আদালতে আনা হয়।

রিমান্ড শুনানী শেষে মমতাজকে প্রিজনভ্যানে তোলার সময় ডিম ও জুতা নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় মমতাজকে নিয়ে নানা ধরনের অশ্লীল শ্লোগান দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

আদালতে পুলিশ পরিদর্শক (ওসি) আবুল খায়ের জানান, আজ বৃহস্পতিবার পৃথক দুটি মামলায় মমতাজ বেগমের রিমান্ড শুনানি হয়। এতে হরিরামপুর থানার মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি সিঙ্গাইর থানার মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ সাত দিনের রিমান্ড চাইলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী আজাদ হোসেন খান বলেন, ‘বিগত দিনে মমতাজ বেগম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছেন। মমতাজ বেগম প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।’

এর আগে ঢাকায় বেশ কিছু থানায় করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে