হোম > সারা দেশ > মাদারীপুর

‘জনগণের ভোট পেয়ে শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে পারবেন’

মাদারীপুর প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বাংলাদেশের মানুষ স্বস্তিতে থাকলে, ভালো ও শান্তিতে থাকলে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা চতুর্থবারের মতো জনগণের ভোট পেয়ে প্রধানমন্ত্রী হতে পারবেন। তখনই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে আওয়ামী লীগ কাজ করতে পারবে।’

গতকাল রোববার বিকেলে মাদারীপুর সদর উপজেলা চরমুগরিয়া স্কুল মাঠে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘মনে রাখবেন বিএনপি ও জামাত কোনো দিন দেশের মানুষের জন্য ভালো কিছু করেনি। তারা দেশের উন্নয়ন করেনি, তারা শুধু দেশে দুর্নীতি করেছে, তারা দেশে লুটপাট করে দুর্নীতিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। আমাদের বাংলাদেশের কপালে কলঙ্কের কালিমা লেপে দিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা দুর্নীতি করি না। আওয়ামী লীগ দুর্নীতি করে না। আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আমরা দেশে সুনীতি কায়েম করতে চাই। তাই আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে চাই।’ 

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার