হোম > সারা দেশ > মাদারীপুর

আ.লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে বিভ্রান্তির অবকাশ নেই: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক ও মাদারীপুর প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই। আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল। শেখ হাসিনা যে নির্দেশ দেবেন, দলের নেতা-কর্মীরা তা মেনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করবেন। জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে।

আজ রোববার সকালে মাদারীপুরে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে যেমন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাংবিধানিকভাবে আওয়ামী লীগের নেতারাও দাঁড়িয়েছেন। এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। ১৭ ডিসেম্বরের পর সুনির্দিষ্ট আরও সিদ্ধান্ত আসবে। সেই দিন সব জল্পনা-কল্পনার অবসান হবে।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বিএনপি নামক রাজনৈতিক দলটি জনগণের সমর্থন না পাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে। এই জায়গা হিসাব করে যেহেতু বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ করাই বিএনপির একমাত্র লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান প্রমুখ।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ