হোম > সারা দেশ > ঢাকা

বুথের ভেতর ভূত আছে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী ঠাকুরপুর এলাকার বাসিন্দা সীমা বেগম। পেশায় গৃহিণী ওই নারী বাড়ির কাজ শেষে আজ রোববার বিকেলে রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি নির্বাচনের ভোট দিতে পারেননি। পরে সাংবাদিকদের কাছে অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, বুথের ভেতর ভূত আছে। 

ওই নারী বলেন, আমাদের কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। ভোট কেন্দ্রে গিয়ে আঙুলের ছাপ দিয়ে বুথের ভেতর যেতেই দেখি আমার ভোট হয়ে গেছে। ভোট কীভাবে হলো আমিতো বুথেই যাইনি জানতে চাইলে দায়িত্বে থাকা লোকজন বলে আমরাই দিয়ে দিয়েছি। এত মনে হয় বুথের ভূত আছে! কারা এ কাজ করেছে জানতে চাইলে তিনি বলেন, নৌকা মার্কার প্রার্থীর লোকজন এ কাজ করেছে। 

ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি বুথেই নৌকা প্রতীকের এজেন্টরা ভোট দিয়ে দিচ্ছে। এমনকি প্রিসাইডিং অফিসারের পাশের কক্ষেই ডিজিটাল ব্যালট বুথের বাইরে নিয়ে বোতাম টিপে দিচ্ছেন বয়স্ক এক ব্যক্তি। 

এ বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এখলাসুর রহমান বলেন, এমনটা হওয়ার কথা না। পরে তিনি নিজে বুথ পরিদর্শন করে বিশৃঙ্খল পরিবেশ দেখে বলেন, এটা নিয়ন্ত্রণ করা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। 

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬