হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, বাস জব্দ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারুক আহমেদ (৫৬) নামের দক্ষিণ সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তি দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। সকালে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করছিলেন। এ সময় স্বদেশ পরিবহনের একটি বাস ফারুককে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান। 

এসআই আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি জব্দ করে। কিন্তু চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

মৃত ব্যক্তির ছোট ভাই আশরাফুল ইসলাম বলেন, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদি এলাকায়। তাঁর ভাই ফারুক দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে হাজারীবাগ গণকটুলী সিটি কলোনীতে থাকতেন তিনি। 

আশরাফুল ইসলাম আরও জানান, রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য ভোরে বাসা থেকে বের হয়ে যান। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঝাড়ু দেওয়ার কাজ করছিলেন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত