হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, বাস জব্দ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারুক আহমেদ (৫৬) নামের দক্ষিণ সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তি দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। সকালে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করছিলেন। এ সময় স্বদেশ পরিবহনের একটি বাস ফারুককে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান। 

এসআই আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি জব্দ করে। কিন্তু চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

মৃত ব্যক্তির ছোট ভাই আশরাফুল ইসলাম বলেন, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদি এলাকায়। তাঁর ভাই ফারুক দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে হাজারীবাগ গণকটুলী সিটি কলোনীতে থাকতেন তিনি। 

আশরাফুল ইসলাম আরও জানান, রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য ভোরে বাসা থেকে বের হয়ে যান। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঝাড়ু দেওয়ার কাজ করছিলেন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার