হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে জেলা কারাগারে হাজতির মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ জেলা কারাগারে বাসুদেব (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তিনি মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার খারসুর গ্রামের জীবন দেবের ছেলে। সিরাজদিখান থানার একটি ডাকাতি মামলায় জেল হাজতে ছিলেন তিনি। 

কারা কর্তৃপক্ষ জানায়, রোববার দিবাগত রাত ২টার দিকে বাসুদেব অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাঁকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শ অনুযায়ী তাঁকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত অনুমান আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। হাজতির মরদেহ বর্তমানে জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। 

তবে এই ব্যাপারে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন কোনো মন্তব্য করতে রাজি হননি। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। 

মুন্সিগঞ্জ কারাগারের জেলার আবুল বাশার বলেন, ‘বাসুদেব হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। এরই মধ্যে আমরা তাঁকে ঢাকায় দুই বার চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম। গতরাতে হৃদ্‌রোগে আক্রান্ত হলে রাত ২টা ১৫ মিনিটে তাঁকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

উল্লেখ্য, বাসুদেব ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে ২০১৫ সাল থেকে হাজতে ছিলেন। তার মামলা মুন্সিগঞ্জ জজ কোর্টে বিচারাধীন রয়েছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন