হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে জেলা কারাগারে হাজতির মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ জেলা কারাগারে বাসুদেব (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তিনি মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার খারসুর গ্রামের জীবন দেবের ছেলে। সিরাজদিখান থানার একটি ডাকাতি মামলায় জেল হাজতে ছিলেন তিনি। 

কারা কর্তৃপক্ষ জানায়, রোববার দিবাগত রাত ২টার দিকে বাসুদেব অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাঁকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শ অনুযায়ী তাঁকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত অনুমান আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। হাজতির মরদেহ বর্তমানে জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। 

তবে এই ব্যাপারে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন কোনো মন্তব্য করতে রাজি হননি। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। 

মুন্সিগঞ্জ কারাগারের জেলার আবুল বাশার বলেন, ‘বাসুদেব হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। এরই মধ্যে আমরা তাঁকে ঢাকায় দুই বার চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম। গতরাতে হৃদ্‌রোগে আক্রান্ত হলে রাত ২টা ১৫ মিনিটে তাঁকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

উল্লেখ্য, বাসুদেব ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে ২০১৫ সাল থেকে হাজতে ছিলেন। তার মামলা মুন্সিগঞ্জ জজ কোর্টে বিচারাধীন রয়েছে। 

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার