হোম > সারা দেশ > মাদারীপুর

স্পিডবোট দুর্ঘটনা: চালক-মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর):  শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহতের ঘটনায় স্পিডবোট চালকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শিবচর থানার কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির এসআই লোকমান হোসেন বাদী হয়ে বোটের চালক শাহ আলম, মালিক চান্দু মিয়া ও রেজাউল হক এবং স্পিডবোট ঘাটের ইজারাদার শাহ আলম খানের নামে মামলা দায়ের করেন।

নৌ–পুলিশের ওসি আব্দুর রাজ্জাক এবং শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে শিবচর থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত চালক শাহ আলমকে প্রথমে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যায় অবস্থার অবনতি হলে পুলিশ প্রহরায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নৌ–পুলিশের পক্ষ থেকে সকালে শিবচর থানায় বোটের চালক, দুই মালিক, ঘাটের ইজারাদারের নামসহ অজ্ঞাত একাধিক জন উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার ভোরে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সাথে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা লাগলে ২৬ জন নিহত  হয়।

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার