হোম > সারা দেশ > ঢাকা

চালকের মাথা থেঁতলে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ১

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে পাথর দিয়ে চালকের মাথা থেঁতলে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকার ফকির মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সেলিম (৩৯)। তিনি সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কাঠালিয়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। 

এর আগে সোমবার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়কের করিমগঞ্জ-নিকলী সংযোগ সেতুর নিচ থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালক শরীফের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অটোরিকশা চালক শরীফ মিয়া (২৫) করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দা গ্রামের মতিউর রহমান ওরফে মতি মিয়ার ছেলে। 

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আল আমিন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘এক বছর আগে নতুন বউ নিয়ে সংসার শুরু করেন শরীফ। শরীফের আর্থিক অসচ্ছলতা দেখে গত রোববার তাঁর দুলাভাই আক্কাছ ৬৫ হাজার টাকা দিয়ে লতিবপুর বাজার থেকে একটি পুরোনো অটোরিকশা কিনে দেন। ওই অটোরিকশাটি করিমগঞ্জ উপজেলার গুণধর এলাকার খয়রাতের মোড়ের একটি গ্যারেজ থেকে মেরামত কাজ শেষ করে বিকেলে ভাড়ার উদ্দেশ্যে বের হন শরীফ। এরপর রাতে আর বাড়ি ফেরেননি।  পরে সোমবার সকালে করিমগঞ্জ উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়কের করিমগঞ্জ-নিকলী সংযোগ সেতুর নিচ থেকে পাথর ও সিমেন্টের মোল্ডের টুকরো দিয়ে মাথায় চাপা দেওয়া মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে শরীফের মরদেহ উদ্ধার করে।’ 

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আল আমিন আরও বলেন, ‘রোববার রাতের কোনো এক সময় চালক শরীফ মিয়াকে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গত সোমবার নিহতের বাবা মতিউর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে মরদেহ উদ্ধারের পরপরই ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করে। গতকাল মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল