হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার তিন মামলায় বিএনপি নেতা স্বপনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে রাজধানীর পল্টন ও রমনা থানার দায়ের করা পৃথক তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিনের আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পল্টন থানার দুই এবং রমনা থানার এক মামলায় আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া পল্টন ও রমনা থানার দুই মামলায় নথি না থাকায় জামিন শুনানি হয়নি। ওই দুটি মামলার অন্য আসামির জামিন শুনানির জন্য নথি মহানগর দায়রা জজ আদালতে রয়েছে।’

রাজধানীর পল্টন থানার দুই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত এবং রমনা থানার এক মামলায় জামিনের আবেদন নামঞ্জুরের আদেশ দেন ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম।

এদিন সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রাজধানীর পল্টন থানার তিন মামলায় এবং রমনা থানার দুই মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন আসামিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

জানা যায়, গত বছরের ২ নভেম্বর দিবাগত রাতে গুলশানের এক বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন থানার এক মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। ৯ নভেম্বর রিমান্ড শেষে স্বপনকে কারাগারে প্রেরণ করা হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর এলাকায় বেশ কয়েকটি নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা মামলার কমপক্ষে সাতটিতে জহির উদ্দিন স্বপনের নাম রয়েছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক