হোম > সারা দেশ > ঢাকা

এক দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দীর ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিন আসামি মারা গেছে। আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দারিয়াপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৩), দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগের লিটন মিয়ার ছেলের বাচ্চু মিয়া (৪০) এবং আব্দুর রব (৭০)। 

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রব, সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে মারা যান বাচ্চু মিয়া এবং গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান সেলিম মিয়া। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ৭ নভেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়েন আব্দুর রব। তাঁকে সেদিনই হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন কারারক্ষীরা। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল পৌনে ৪টার দিকে তিনি মারা যান। 

আসামি সেলিম মিয়া গত রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আজ সকাল সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগে মারা যান বাচ্চু মিয়া। সেলিম ও বাচ্চু মিয়ার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, সেলিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন। বাচ্চু মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাদক মামলার আসামি ছিলেন। বাচ্চুর হাজতি নম্বর ২৫১৪৯ ও সেলিমের হাজতি নম্বর ৪৫৯৩০/২৩। আব্দুর রবের মামলা সম্পর্কে জানা যায়নি। তাঁর মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট