হোম > সারা দেশ > ঢাকা

এক দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দীর ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিন আসামি মারা গেছে। আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দারিয়াপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৩), দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগের লিটন মিয়ার ছেলের বাচ্চু মিয়া (৪০) এবং আব্দুর রব (৭০)। 

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রব, সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে মারা যান বাচ্চু মিয়া এবং গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান সেলিম মিয়া। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ৭ নভেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়েন আব্দুর রব। তাঁকে সেদিনই হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন কারারক্ষীরা। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল পৌনে ৪টার দিকে তিনি মারা যান। 

আসামি সেলিম মিয়া গত রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আজ সকাল সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগে মারা যান বাচ্চু মিয়া। সেলিম ও বাচ্চু মিয়ার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, সেলিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন। বাচ্চু মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাদক মামলার আসামি ছিলেন। বাচ্চুর হাজতি নম্বর ২৫১৪৯ ও সেলিমের হাজতি নম্বর ৪৫৯৩০/২৩। আব্দুর রবের মামলা সম্পর্কে জানা যায়নি। তাঁর মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে