হোম > সারা দেশ > ঢাকা

আনিসুল, সালমান, কামরুলসহ ৬ জন আরও মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আনিসুল হক, সালমান এফ রহমান ও কামরুল-ইসলাম। ফাইল ছবি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য কামরুল ইসলামসহ ছয়জনকে আরও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

অন্য যাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে, তাঁরা হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

এই ছয়জনকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক ও আবুল হাসানকে গত বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ীর কুতুবখালীতে গুলিতে দোকান কর্মচারী রাসেল মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়, একই দিন যাত্রাবাড়ীর রায়েরবাগে মেহেদী হাসান প্রান্ত হত্যা মামলায়। জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখানো হয় ইমরান হাসান হত্যা মামলায়। ইমরান গত বছরের ৫ আগস্ট গুলিতে নিহত হন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুদ্দোহা সুমন এই ছয়জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক