পুরান ঢাকার বঙ্গবাজার সংলগ্ন বরিশাল প্লাজা মার্কেটের পশ্চিম পাশের ৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আজ সোমবার রাত ৮টার দিকে এ অগ্নিদুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের মোট ৫ ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।