হোম > সারা দেশ > ঢাকা

ইফতারের সময়ও দায়িত্ব পালন করেন ট্রাফিক সদস্যরা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, নগরবাসী যেন প্রিয়জনের সঙ্গে স্বস্তিতে ইফতার করতে পারে, সে জন্য তাঁদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে ইফতারের সময়েও দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তাঁরা রাস্তায়ই ইফতার করেন। 

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি মোড়ে ট্রাফিক পুলিশের সম্মানে তাঁদের সঙ্গে ইফতারে শরিক হয়ে তিনি এ কথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, সামনেই পবিত্র ঈদুল ফিতর। এ কারণে কর্মব্যস্ততা বেড়েছে ঢাকা মহানগরীর বাসিন্দাদের। পাল্লা দিয়ে বেড়েছে রাস্তার যানজটও। সন্ধ্যা নামার আগেই অনেকে বাসায় ফিরতে চান। রাস্তায় থাকে মানুষের ভিড়। এ কারণে রাস্তায় বাড়ে যানবাহনের চাপ। সেই যানজট নিরসনে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। এর পরও ঘরমুখো মানুষ যেন ইফতারের আগেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, সে জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাঁরা। সাধারণ মানুষ প্রিয়জনদের সঙ্গে ইফতার করতে পারলেও, ট্রাফিক পুলিশ সদস্যদের প্রিয়জনদের সঙ্গে ইফতারের সুযোগ হয় না। ইফতারের সময়ও তাঁদের ডিউটি করে যেতে হয়। এর ফাঁকে কোনোভাবে রাস্তাতেই সেরে নিতে হয় ইফতার। রাস্তায় দাঁড়িয়ে ইফতার করেন তাঁরা। বসার সময়ও পান না। ইফতারের ফাঁকেই যানজট নিয়ন্ত্রণ করতে হয়ে তাঁদের। 

ইফতারের সময়ও ট্রাফিক পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে কমিশনার বলেন, ‘ইফতারের সময় সবাই বাসায় ইফতার করার জন্য গাড়ি নিয়ে ছুটছে। কিন্তু আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা বিভিন্ন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন, যাতে সবাই স্বস্তিতে বাসায় গিয়ে পরিবার-পরিজন নিয়ে ইফতার করতে পারেন। এ সময় তাঁরা এক হাতে পানির বোতল নিয়ে ইফতার করেন, অন্য হাতে সিগন্যাল দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখেন। তাঁদের এই দায়িত্ব পালন শুধু দেশের প্রতি ও দেশের জনগণের প্রতি।’ 

নগরবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনারা শুধু ট্রাফিক পুলিশের দোষ-ত্রুটি দেখেন। কিন্তু তাঁরা যে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সেবায় নিয়োজিত থাকেন, সে বিষয়টি মাথায় রেখে মানবিক দৃষ্টিতে দেখবেন। এ সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান ডিএমপির এই প্রধান কর্মকর্তা।

ইফতারের আগে অসহায়, দরিদ্র ও পথশিশুদের মধ্যে ইফতার বিতরণ করেন ডিএমপি কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট