হোম > সারা দেশ > ঢাকা

করোনা সংক্রমণ বাড়ায় অনলাইন ক্লাসে ফিরছে বুয়েট

ঢাবি প্রতিনিধি

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শ্রেণিকক্ষে পাঠদান স্থগিত রেখে অনলাইন ক্লাসে ফিরছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জুলাইয়ের ২ তারিখ থেকে স্নাতকোত্তর পর্যায়ের অনুষ্ঠিতব্য সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পরিস্থিতি বিবেচনায় আবার কবে শ্রেণিকক্ষে পাঠদান হবে সেটা পরবর্তী সময়ে নির্দেশনা দেওয়া হবে।’ 

ড. মো. মিজানুর রহমান আরও বলেন, ‘আন্ডারগ্র্যাজুয়েশনে যারা আছে তাদের ঈদের ছুটি শুরু হয়েছে। স্নাতকোত্তর এবং পিএইচডির যে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ঈদের আগে এক সপ্তাহ অনলাইনে ক্লাস হবে। পরিস্থিতি বিবেচনায় ঈদের পরে আমরা আবার অফলাইনে যাব।’ 

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গেছেন আরও ৪ জন। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। ১৩ হাজার ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৭০ শতাংশে।  

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে