হোম > সারা দেশ > ঢাকা

কথা দিয়ে আঘাত না করে, হাত দিয়ে করা যেত– কনস্টেবল মেহেদীর শেষ স্ট্যাটাস

প্রতিনিধি, ঢামেক

নিজের অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন পুলিশ কনস্টেবল মেহেদী হাসান (২২)। আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজধানীর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে ঢাকা জেলা পুলিশের এসপি মারুফ হোসেন সরদারের বাংলোতে কর্তব্যরত ছিলেন তিনি।

মৃত্যুর দুদিন আগে মেহেদীর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে চলছে আলোচনা। সেই স্ট্যাটাসে মেহেদী কোনো একটি ঘটনায় দুঃখ ও হতাশা প্রকাশ করেছিলেন। ‘ক্ষমাপ্রার্থী’ লিখে সঙ্গে একটি ইমো ও ফুলের ছবি দিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে মেহেদী লেখেন, ‘কথা দিয়ে আঘাত না করে, হাত দিয়ে আঘাত করা যেত। ক্ষতটা অন্তত দ্রুত সেরে যেত।’ 

ঢাকা জেলা পুলিশের এসপি মারুফ হোসেন সরদার আজকের পত্রিকাকে বলেন, বিকেল পৌনে ৪টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ছুটে যাই। মেহেদীকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এ সময় মেহেদীর পাশেই তাঁর রাইফেলটি পড়ে ছিল। এটি কী আত্মহত্যা নাকি অসাবধানতাজনিত কারণে গুলি বেরিয়ে মৃত্যুর ঘটনা সেটি তদন্তের পর জানা যাবে। 

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস ছালাম জানান, এসপি স্যারের ওখান থেকে ফোন আসে থানায়। আহত পুলিশ সদস্য মেহেদীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন মেহেদি। তাঁর থুতনিতে গুলি লেগেছিল। তবে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। 

পুলিশ কনস্টেবল মেহেদি হাসানের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আনেহেলা গ্রামে। বাবার নাম আব্দুল হানিফ। তাঁর কনস্টেবল নম্বর ১৩২৫। 

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রমনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান