হোম > সারা দেশ > ঢাকা

ইনু-মেনন-দীপু মনি-পলক আরও ৩ মামলায় গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর পৃথক মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তাঁদের বিরুদ্ধে এই নির্দেশ দেন।

প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁদের আদালত থেকে কারাগারে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামে এক যান্ত্রিক প্রকৌশলীকে গুলি করে হত্যার মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোহানসা ভার্গ গার্মেন্টস কোম্পানির যান্ত্রিক প্রকৌশলী (মেকানিক্যাল ইঞ্জিনিয়ার)।

রাজধানীর মগবাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও বিএনপির নেতা-কর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে হাতিরঝিল থানায় করা মামলায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

শাহবাগ থানায় দায়ের করা রিয়াজুল করিম নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় দীপু মনি ও পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার আবেদনে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, সাবেক এই মন্ত্রীরা মামলা সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্তের স্বার্থে প্রত্যেককে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময়ে দলের নেতা-কর্মী, মন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই চারজনকেও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি