হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বংশালে সুইপার কলোনিতে সংঘর্ষ, আহত ১৬ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বংশালে সুইপার কলোনিতে সংঘর্ষের সময় ইট-পাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন (৫০), আগা সাদেক ইউনিট আওয়ামী লীগের সদস্য মো. নাঈম (৪০), মো, রুবেল (৩৮) ও রুবেল গাজী (৩৫)।

এ ছাড়া কলোনির বাসিন্দা সুবল লাল (৩৬), রুমন দাশ (৩৫), উদয় (২০), ঋষি কুমার (১৯), বিরুল দাস (২৪), বিমল দাস (৪০), করুন দাশ (৩৫), শিবলাল (৪০), প্রশান্ত (১৩), নিরঞ্জন দাস (৭৫), নিলয় দাস (১৮) ও দীপ্তদাস (১০), বিজন দাস (১৯) ও রাজু দাস (১৮) আহত হন।

৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩৩ নম্বর ওয়ার্ড কমিশনার আওয়াল হোসেনসহ তাঁরা সুইপার কলোনিতে যান তাঁদের সঙ্গে কথা বলতে। তাঁদেরকে কলোনি থেকে সরে যেতে বলেন। এসব বিষয় নিয়ে দুই পক্ষের কথা বলার সময় সুইপাররা ভবনের ওপর থেকে ইটপাটকেল ছুড়তে থাকেন।

আহত সুইপার উদয় কুমার অভিযোগ করে বলেন, `আমরা সকাল ১০টার দিকে উচ্ছেদের বিরোধিতা করে সংবাদ সম্মেলন করি। এটি শেষ হতে না হতেই ম্যাজিস্ট্রেট, পুলিশসহ কাউন্সিলের লোকজন কলোনিতে ঢোকে। তবে কলোনির বাসিন্দারা ম্যাজিস্ট্রেট ও পুলিশকে ঢুকতে দিলেও কাউন্সিলরের লোকজনদের বাধা দেন।'

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বিকেল পর্যন্ত অন্তত ১৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সবার অবস্থাই আশঙ্কামুক্ত।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩