হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বংশালে সুইপার কলোনিতে সংঘর্ষ, আহত ১৬ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বংশালে সুইপার কলোনিতে সংঘর্ষের সময় ইট-পাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন (৫০), আগা সাদেক ইউনিট আওয়ামী লীগের সদস্য মো. নাঈম (৪০), মো, রুবেল (৩৮) ও রুবেল গাজী (৩৫)।

এ ছাড়া কলোনির বাসিন্দা সুবল লাল (৩৬), রুমন দাশ (৩৫), উদয় (২০), ঋষি কুমার (১৯), বিরুল দাস (২৪), বিমল দাস (৪০), করুন দাশ (৩৫), শিবলাল (৪০), প্রশান্ত (১৩), নিরঞ্জন দাস (৭৫), নিলয় দাস (১৮) ও দীপ্তদাস (১০), বিজন দাস (১৯) ও রাজু দাস (১৮) আহত হন।

৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩৩ নম্বর ওয়ার্ড কমিশনার আওয়াল হোসেনসহ তাঁরা সুইপার কলোনিতে যান তাঁদের সঙ্গে কথা বলতে। তাঁদেরকে কলোনি থেকে সরে যেতে বলেন। এসব বিষয় নিয়ে দুই পক্ষের কথা বলার সময় সুইপাররা ভবনের ওপর থেকে ইটপাটকেল ছুড়তে থাকেন।

আহত সুইপার উদয় কুমার অভিযোগ করে বলেন, `আমরা সকাল ১০টার দিকে উচ্ছেদের বিরোধিতা করে সংবাদ সম্মেলন করি। এটি শেষ হতে না হতেই ম্যাজিস্ট্রেট, পুলিশসহ কাউন্সিলের লোকজন কলোনিতে ঢোকে। তবে কলোনির বাসিন্দারা ম্যাজিস্ট্রেট ও পুলিশকে ঢুকতে দিলেও কাউন্সিলরের লোকজনদের বাধা দেন।'

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বিকেল পর্যন্ত অন্তত ১৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সবার অবস্থাই আশঙ্কামুক্ত।

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ