রাজধানীর মিরপুরে সুপারশপ স্বপ্নের এক আউটলেটের জেনারেটর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন।
তালহা বিন জসীম বলেন, আজ বুধবার বেলা ১টা ১৩ মিনিটের দিকে মিরপুর সাড়ে ১১ এলাকায় কসমো স্কুলসংলগ্ন ছয়তলা ভবনের নিচতলায় স্বপ্ন সুপারশপের জেনারেটর কক্ষে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বেলা ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ফায়ার সার্ভিস কসমো স্কুলসংলগ্ন ছয়তলা ভবনের নিচতলায় স্বপ্ন সুপারশপের জেনারেটর রুমে আগুন লাগার কথা বললেও পল্লবী থানা-পুলিশ জানায়, কসমো স্কুল ভবনের নিচতলায় জেনারেটর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে স্বপ্ন সুপারশপেরও জেনারেটর রয়েছে।