রাজধানীর বনানীর মহাখালীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণের ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।
গ্রেপ্তার তরুণের নাম আলামিন (২১)। তাঁর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে তিনি আগে গাড়ির হেলপার ছিলেন বলে জানিয়েছেন ওসি।
ওসি বলেন, ঘটনার পরপরই আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। একপর্যায়ে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গতকালই ওই শিশুটির সঙ্গে পরিচয় হয়েছে তাঁর। পরিচয়ের একপর্যায়ে শিশুটিকে নানাভাবে ফুসলিয়ে মহাখালী ক্যানসার হাসপাতালের পেছনে একটি পরিত্যক্ত অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করেন।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যার পর মহাখালী এলাকায় ওই শিশু ধর্ষণের শিকার হয়। পরে লোকজন ওই শিশুটাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে থানা-পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিসের সেন্টারে ভর্তি করে। বর্তমানে শিশুটি ওসিসিতে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় ওই শিশুটির মা ময়মনসিংহ থেকে ঢাকার আসার পর বনানী থানায় ধর্ষণ মামলা করেন। ওই মামলায় আলামিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।