হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলা: এইচএসসি পরীক্ষার্থী ইমনসহ ৩ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে আদাবর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় জামিন পেয়েছেন মো. ইমন খান নামে এক এইচএসসি পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে জামিন দেন। আদালতের আদাবর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তবে ঢাকার বিভিন্ন আদালত আরও দুইজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন বলে জানা গেছে। তাদের নাম জানা যায়নি।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, ঢাকার আদালত থেকে আজ তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে। তাদের জামিনের জন্য শিক্ষা মন্ত্রণালয় আইনজীবী নিয়োগ দেন বলেও তিনি জানান। তিনি আরও জানান, আজই তিনজন তাদের ঘরে ফিরবেন।

ঢাকার আদালত সূত্রে জানা গেছে, ইমন খান আদাবরের কমফোর্ট হাউসিং এলাকায় থাকেন। গত ২৩ জুলাই অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদাবর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ২৪ জুলাই আদালতে পাঠানো হয়। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ প্রতিবেদনে ইমন খানকে ছাত্র শিবিরের কর্মী বলে দাবি করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দুষ্কৃতকারীরা গত ১৯ জুলাই আদাবরের শিয়া মসজিদ মোড় সংলগ্ন মোহাম্মদপুর ও আদাবর ছাত্রলীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ, রাস্তার লাইট পোস্ট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে নাশকতার মামলা করা হয়।

জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী বিবেচনায় জামিন দেওয়া হয়েছে।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত