হোম > সারা দেশ > ঢাকা

দুর্নীতিবাজদের সঙ্গে ছেলেমেয়ের বিয়ে দেবেন না: আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের একটি মামলায় দেশের ক্যাসিনো কারবারের মূল হোতা সেলিম প্রধানের মামলার রায়ে বিচারক বলেছেন, দুর্নীতিবাজদের ছেলেমেয়ের সঙ্গে কারও ছেলেমেয়ের বিয়ে দেবেন না।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের দায়ে অনলাইন জুয়া ক্যাসিনো কারবারের মূল হোতা ব্যবসায়ী সেলিম প্রধানকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক বদরুল আলম এ রায় দেন।

রায়ের আদালত বলেন, রায় দিয়ে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয়। দুর্নীতিবাজদের সামাজিকভাবে প্রতিরোধ করা দরকার। সমাজের সবাইকে দুর্নীতিবাজদের এড়িয়ে চলা উচিত। তাই দুর্নীতিবাজদের সঙ্গে ছেলেমেয়ের বিয়ে দেবেন না। দাওয়াত দিলে যাবেন না।

রায়ে আরও বলা হয়, দুর্নীতিবাজরা রাষ্ট্রের বিরুদ্ধে। জেনেশুনে এমন কারওর দাওয়াতে যাওয়া মানে রাষ্ট্রবিরোধী অবস্থান নেওয়া। সেলিম প্রধানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি একদিকে অর্থ পাচার করেছেন, অন্যদিকে অবৈধ ক্যাসিনো জুয়ার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। মামলার সাক্ষীরা তাঁদের সাক্ষ্য দিয়ে সেটা প্রমাণ করেছেন। তাই তাঁর শাস্তি হওয়া প্রয়োজন।

২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানে সেলিম প্রধানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় তাঁর কাছ থেকে বৈদেশিক মুদ্রা, মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট তিনটি মামলা হয়। পরে অর্থ পাচারের অভিযোগেও পৃথক আরেকটি মামলা হয়। এই চারটি মামলা এখনো বিচারাধীন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল