হোম > সারা দেশ > ঢাকা

ঝুঁকিপূর্ণ সেই ভবন সংস্কার করছে গণপূর্ত বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুরান ঢাকার আজিমপুর কলোনির নতুন ৫৪ নম্বর ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটির সংস্কার করা শুরু করেছে আজিমপুর গণপূর্ত বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল থেকে ১০-১২ জন শ্রমিক সংস্কারের কাজ শুরু করেছেন।

আজিমপুর গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, পুরো ভবনটি সংস্কার করা হবে। কোন কক্ষে কোনো অসঙ্গতি বা সমস্যা থাকলে তাদেরকে দ্রুত জানানোর অনুরোধ জানিয়েছেন। এতে তাদের কাজের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি।

আজিমপুর কলোনি নতুন ৫৪ নম্বর ভবনটির বিভিন্ন স্থানের পলেস্তারা ধসে পড়ছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে লোকজন। সেখানে বসবাসকারীরা জানান ভবনটি বসবাসের অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, নতুন ৫৪ নম্বর ভবনের ছাদের পলেস্তারা ধসে তৃতীয় তলার বাসিন্দা জান্নাতুল নার্গিস গত বুধবার আহত হন। এ বিষয়টি গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর আজিমপুর গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সেটি সংস্কারের দ্রুত উদ্যোগ নেওয়া হয়। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু