পুরান ঢাকার আজিমপুর কলোনির নতুন ৫৪ নম্বর ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটির সংস্কার করা শুরু করেছে আজিমপুর গণপূর্ত বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল থেকে ১০-১২ জন শ্রমিক সংস্কারের কাজ শুরু করেছেন।
আজিমপুর গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, পুরো ভবনটি সংস্কার করা হবে। কোন কক্ষে কোনো অসঙ্গতি বা সমস্যা থাকলে তাদেরকে দ্রুত জানানোর অনুরোধ জানিয়েছেন। এতে তাদের কাজের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি।
আজিমপুর কলোনি নতুন ৫৪ নম্বর ভবনটির বিভিন্ন স্থানের পলেস্তারা ধসে পড়ছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে লোকজন। সেখানে বসবাসকারীরা জানান ভবনটি বসবাসের অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, নতুন ৫৪ নম্বর ভবনের ছাদের পলেস্তারা ধসে তৃতীয় তলার বাসিন্দা জান্নাতুল নার্গিস গত বুধবার আহত হন। এ বিষয়টি গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর আজিমপুর গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সেটি সংস্কারের দ্রুত উদ্যোগ নেওয়া হয়।