হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় আগুনে পুড়ল ঝুটের গুদাম ও গেঞ্জির কারখানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানায় অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হজরত শাহের মাজারসংলগ্ন ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়লে পাশের গেঞ্জির ছাপাখানাটি পুড়ে যায়।

আগুন নেভাতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ হৃদয় আহমেদের মালিকানাধীন ঝুটের গুদামে আগুন দেখা যায়। পরে আশপাশের বাড়িঘরের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তা ছড়িয়ে যায় পাশের ইমরান মিয়ার গেঞ্জির ছাপাখানায়। শেষে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝুটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে মধ্যরাতে আগুন লাগল, তা জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার