হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা কলেজের হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে দেশীয় অস্ত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ঢাকা কলেজের বিভিন্ন হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কলেজ প্রশাসন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের ৭টি হলে অভিযান চালান। এ সময় হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে রামদা, ছুরি, চাপাতি, হকিস্টিক, স্টাম্প, লাঠি, পিভিসি পাইপ, রড, হেলমেট, মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, কলেজের ছাত্রাবাসে অভিযান চালান ঢাকা কলেজের শিক্ষক, ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও শিক্ষার্থীরা। আন্তর্জাতিক ছাত্রাবাস, পশ্চিম ছাত্রাবাস, উত্তর ছাত্রাবাস, দক্ষিণ ছাত্রাবাস, দক্ষিণায়ন ছাত্রাবাস, শহিদ ফরহাদ ছাত্রাবাস, ইলিয়াস ছাত্রাবাসসহ সব ছাত্রাবাসে এই অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার করা হয় দুই শতাধিক রড, স্টিলের পাইপের লাঠি, ৪০টির অধিক রামদা, ছুরি ও চাপাতি। এ ছাড়া একটি বড় হ্যামার এবং ৩০টি বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতলও উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক মুঈনুল ইসলাম জানান, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাদের কক্ষে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রের সন্ধান পান সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনও উদ্বিগ্ন ছিল। সে জন্য গতকাল শনিবার সাধারণ শিক্ষার্থী ও গণমাধ্যমের উপস্থিতিতে অভিযান চালানো হয়।

ঢাকা কলেজের দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক আনোয়ার মাহমুদ বলেন, কলেজের সব হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষসহ প্রায় সব রুমেই তল্লাশি চালানো হয়। এ সময় রামদা, হকিস্টিক, স্টাম্প, লাঠি, পিভিসি পাইপ, রড, হেলমেট, মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা এসব দেশীয় অস্ত্র পুড়িয়ে ফেলা হয়।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ