রাজধানীর তুরাগে এক চালক গাড়ি চাপা দিয়ে পালাতে গিয়ে আরও দুটি দুর্ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় গাড়িচালক রাহাত মজুমদারকে (২৪) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার সকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে আজ বিকেলে এ তথ্য জানিয়েছেন।
এর আগে ডিয়াবাড়ির ১৫ নম্বর সেক্টর গোলচক্কর এলাকায় গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রথমে একটি রিকশাকে চাপা দেয়। পরে পালাতে গিয়ে তুরাগের বটতলায় পথচারীরা আটকাতে গেলে তাঁদের চাপা দেয়। পরে ফের পালাতে গিয়ে উত্তরার ময়লার মোড় এলাকায় আরেকটি মোটরসাইকেলকে চাপা দেয়। ফের পালানোর চেষ্টাকালে বিমানবন্দর থেকে ওই দিন রাত পৌনে ১১টার দিকে তাঁকে আটক করে পুলিশ।
দুর্ঘটনার পরপরই বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগের ডিয়াবাড়ির ১৫ নম্বর সেক্টর এলাকায় একটি এক্সিডেন্ট করে পালাতে গিয়ে ফের এক্সিডেন্ট করেছে। পরে লোকজন ধাওয়া করে আমাদের থানা এলাকায় আটক করা হয়েছে।’
একই থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগে ১৫ নম্বর সেক্টর গোলচক্করে এক্সিডেন্ট করে পালিয়ে আসতে চাইছিল। পরে আবার ইয়ামাহা মোটরসাইকেলের শোরুমের এখানে একটি হোন্ডাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে বিমানবন্দরে ওই গাড়িটির গতিবিধি দেখে সন্দেহ হলে আমরা আটক করি। পরে এসব এক্সিডেন্টের তথ্য জানতে পারি। আটকের পর গাড়িসহ চালককে তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।’
পরিদর্শক আসলাম বলেন, ‘এ ঘটনায় তুরাগ থানা-পুলিশ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করবে। তদন্তের পর তুরাগ থানায় বিস্তারিত জানাতে পারবে। তাৎক্ষণিকভাবে আমরা আহতদের নাম ঠিকানা জানতে পারিনি।’
এ বিষয়ে তুরাগ থানার ওসি মো. মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘একাধিকবার এক্সিডেন্ট করেছে। পরে পালাইয়া যাইতে লইছিল, আবার এক্সিডেন্ট করেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা এখনো পর্যন্ত কোনো মামলা দেন নাই। তাই আমরা ডিএমপির ৫৪ ধারায় আসামিকে আদালতে পাঠিয়েছি। পরে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।’
কতগুলো দুর্ঘটনা হয়েছে এবং কতজন আহত হয়েছেন? এমন প্রশ্নের জবাবে ওসি মওদুত বলেন, ‘দুর্ঘটনায় আহতের সংখ্যা এখনো আমরা পাই নাই। তবে এক্সিডেন্ট করেছে ডিয়াবাড়ি, ইয়ামাহা শোরুমের সামনে ও ময়লার মোড়ে এক্সিডেন্ট করেছিল। ওই গাড়িচালক একটি রিকশাকে চাপা দিয়েছিল। আবার একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল। লোকজন ঘিরে ধরছিল, ওই অবস্থায় গাড়ি টান দিয়ে পালাইছিল।’