শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি রুটে বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার সন্ধ্যা ৭টায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার সহকারী পরিদর্শক ও সহকারী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘শিমুলিয়া নদী বন্দরে অভ্যন্তরীণ নৌপথে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বলবৎ থাকা এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সকল ধরনের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বন্ধ রয়েছে।’
এ কর্মকর্তা আরও বলেন, ‘আটকে পড়া যাত্রীদের পারাপারের জন্য ঘাটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনাক্রমে যাত্রীদের ফেরিতে পারাপারের জন্য মাইকিং করা হচ্ছে।’