হোম > সারা দেশ > মাদারীপুর

আওয়ামী লীগ নেতার অভিযোগের জবাব দিতে আদালতে এমপি গোলাপ

মাদারীপুর প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ব্যাখ্যা দিতে আদালতে হাজির হয়েছেন মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপ মিয়া। আজ রোববার সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হকের কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দেন তিনি।

একই সময় অভিযোগকারী ওই আসনে স্বতন্ত্র প্রার্থী এবং কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম প্রমাণ নিয়ে আদালতের ডাকে হাজির হন। এ সময় দুই প্রার্থীকে মুখোমুখি করে বক্তব্য শোনেন বিচারক।

আদালতের কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান গোলাপ। এ সময় তিনি দাবি করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়নি। এ ব্যাপারে বিচারকের কাছে লিখিত বক্তব্য দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযোগ দাখিলকারী তাহমিনা বেগম বলেন, আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপ মিয়ার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আদালতে ভিডিও, ছবিসহ উপযুক্ত প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৩০ নভেম্বর আবদুস সোবহান গোলাপ আচরণবিধি লঙ্ঘন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি মোটরসাইকেল, পিকআপ, প্রাইভেট কার ও মাইক্রোবাসে দলীয় বহু নেতা-কর্মী নিয়ে কালকিনি উপজেলা চত্বরে মহড়া দেন। অভিযোগ করেন দুই স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান