নরসিংদীর শিবপুরে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয় পোড়ানো মামলায় জামিন পেয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্যসচিব আরিফ উল ইসলাম মৃধা। আজ বুধবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে শিবপুর সদর রোডে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। পরদিন বিকেলে মামলা হওয়ার আগেই পূবেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাকে আটক করে শিবপুর মডেল থানা-পুলিশ।
এর পরদিন বৃহস্পতিবার শিবপুর মডেল থানায় আরিফ উল ইসলাম মৃধা, পুটিয়া হাটের ইজারাদার খোরশেদ হাজীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন সেলিম ভূঁইয়া নামের এক ব্যক্তি। মামলার বাদী মামলায় নিজেকে শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় দিলেও পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া বলেন, তিনি আওয়ামী লীগের কেউ নন।