হোম > সারা দেশ > মানিকগঞ্জ

স্কুলছাত্রীকে ‘কুপ্রস্তাব’ শিক্ষা কর্মকর্তার, তদন্ত কমিটি গঠন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মোহাম্মদ মনিরুজ্জামান খান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, মেয়েটি সিংগাইরের একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ছাত্রীর মোবাইল ফোন নম্বরে ও ফেসবুক মেসেঞ্জারে নানা সময় আপত্তিকর বার্তা ও কুপ্রস্তাব পাঠান। পরে মেয়েটি তা তার অভিভাবকদের জানায়।

শিক্ষার্থীর মা বলেন, ‘একজন সরকারি কর্মকর্তার এমন অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আমার মেয়ের মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়েছে। সে এখন চরম ভীত ও হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছে। আমরা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

জানতে চাইলে মনিরুজ্জামান বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, সেটা সত্য না মিথ্যা, তা বলব না। তবে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে একাধিকবার অনুরোধ করেন।

যোগাযোগ করা হলে ইউএনও মো. কামরুল হাসান সোহাগ বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪