হোম > সারা দেশ > ঢাকা

ঘুষ গ্রহণের মামলায় ওয়াসার সাবেক কর্মকর্তার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘুষ গ্রহণের মামলায় ওয়াসার সাবেক ফিল্ড অফিসার খন্দকার জাহিদুর রহমানকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। 

রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রায়ে জব্দ থাকা ঘুষের দুই লাখ টাকা অভিযোগকারী আশেক ছাদেক চৌধুরীকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

রায় ঘোষণার সময় আসামি জাহিদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ঢাকার উত্তরখানস্থ দোবাদিয়া সাইনবোর্ড এলাকায় ৩৪৭৬ / ২৭২৭ দাগের জমিতে স্থাপিত গভীর নলকূপের বিল জারিপূর্বক নিয়মিতকরণের জন্য আশেক ছাদেক চৌধুরী নামে একজনের কাছ থেকে ২ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন জাহিদুর রহমান। ২০১৮ সালের ২৬ জুন ঘুষের টাকাসহ তাঁকে আটক করে দুদক। 

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলা করেন। ২০১৮ সালের ৩০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ