হোম > সারা দেশ > ঢাকা

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে ৪ সদস্যের টাস্কফোর্স গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে টাস্কফোর্স গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ১৭ অক্টোবর বৃহস্পতিবার চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে একটি পরিপত্র জারি করা হয়েছে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার তদন্তের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের প্রদত্ত আদেশ বলে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হলো। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।

কমিটির অপর তিন সদস্য হচ্ছে পুলিশ অধিদপ্তরের প্রতিনিধি (অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শকের নিচে নয়), অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির প্রতিনিধি (অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শকের নিচে নয়) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‍্যাবের প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নিচে নয়)।

পরিপত্রে বলা হয়, টাস্কফোর্স যথাযথ আইন ও বিধি অনুসরণ করে সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করে ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন হাইকোর্ট বিভাগে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিবের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হাইকোর্টের আদেশ সংশোধন চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের দেওয়া এক আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব পায় র‍্যাব। তদন্তের জন্য মামলাটি র‍্যাবের কাছে পাঠানোর এই আদেশ সংশোধন চেয়ে স্বরাষ্ট্রসচিবের পক্ষে হাইকোর্টে আবেদনটি করা হয়।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক