হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে নাহিদুর রহমান (৩৭) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) রাতে হাতিরঝিলের এক্সপাইড রেস্টুরেন্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

ডিএমপির হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন ওই যুবকের মায়ের বরাতে জানান, নাহিদুর গত মঙ্গলবার তার মায়ের সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে আসে। কিন্তু আর বাসায় ফেরেনি। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

নাহিদুরের মা রিনা আক্তার সাংবাদিকদের বলেন, ‘নাহিদুর ছোট থাকতে ওর বাবার সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়। পরে একমাত্র ছেলেকে নিয়ে মধ্য বাড্ডা এলাকায় থাকি। পরে আমি বিয়ে করেছি এবং তার বাবাও বিয়ে করে পরিবার নিয়ে আমেরিকায় থাকে। নাহিদুর আমার সঙ্গেই ছিল। গত ছয় মাস আগে সে বিয়ে করে। কিন্তু গত দুই মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এছাড়া লেখাপড়া শেষ করে কোনো চাকরি না করায় হতাশায় ভুগছিল আমার ছেলে। মাঝে মধ্যে চাকরি করা নিয়ে আমার সঙ্গে ঝগড়া হতো। গতকালও (মঙ্গলবার) ঝগড়া হয়, কিন্তু সে আমার ওপর অভিমান করে আত্মহত্যা করবে ভাবিনি।’

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন