হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডিতে থেমে থেমে সংঘর্ষ, গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে থেকে ২৭ নম্বর এলাকা এবং সায়েন্স ল্যাব থেকে জিগাতলা পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। এ সব জায়গার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী, আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা অবস্থান করছে। 

আজ বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ সব এলাকায় সংঘর্ষে আহত হয়ে অন্তত ৪২ জন ল্যাবএইড হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি আইডিয়াল কলেজের শিক্ষার্থী। আহতদের মধ্যে অন্তত ১১ জন গুলিবিদ্ধ বলে ল্যাব এইডের জরুরি বিভাগে দায়িত্বরতরা জানিয়েছেন। আন্দোলনকারীরা সীমান্ত স্কয়ারের সামনে অবস্থান করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এর আগে, রোববার দুপুর ৩টার আগে আন্দোলনকারীরা জিগাতলা বাসস্টপ পর্যন্ত চলে আসে। সেখানে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই এলাকায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়। জিগাতলায় মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ সময় তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ সময় ককটেল ফোটানো হয়। গোলাগুলির শব্দ পাওয়া যায়। এ সময় সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আন্দোলনকারীরা আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের সরিয়ে দেয়।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক