হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডিতে থেমে থেমে সংঘর্ষ, গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে থেকে ২৭ নম্বর এলাকা এবং সায়েন্স ল্যাব থেকে জিগাতলা পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। এ সব জায়গার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী, আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা অবস্থান করছে। 

আজ বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ সব এলাকায় সংঘর্ষে আহত হয়ে অন্তত ৪২ জন ল্যাবএইড হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি আইডিয়াল কলেজের শিক্ষার্থী। আহতদের মধ্যে অন্তত ১১ জন গুলিবিদ্ধ বলে ল্যাব এইডের জরুরি বিভাগে দায়িত্বরতরা জানিয়েছেন। আন্দোলনকারীরা সীমান্ত স্কয়ারের সামনে অবস্থান করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এর আগে, রোববার দুপুর ৩টার আগে আন্দোলনকারীরা জিগাতলা বাসস্টপ পর্যন্ত চলে আসে। সেখানে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই এলাকায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়। জিগাতলায় মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ সময় তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ সময় ককটেল ফোটানো হয়। গোলাগুলির শব্দ পাওয়া যায়। এ সময় সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আন্দোলনকারীরা আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের সরিয়ে দেয়।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত