হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগের ৫৫ নেতা-কর্মী কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫৫ নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান পৃথক আদেশে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকার আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে জানা গেছে, যাদের কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে পল্টন থানার ৪২ জন ও শাহবাগ থানার ১৩ জন ছাত্রলীগ নেতা কর্মী রয়েছে।

পল্টন ও শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্ত কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল রোববার দুপুরে রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময়ে পল্টন ও শাহবাগ থানা-পুলিশ তাদের আটক করে। এরপর পল্টন ও শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করা হয়।

পল্টন থানার মামলার এজাহারে বলা হয়েছে, রোববার দুপুর সাড়ে ১২টায় পল্টন মোড় এলাকায় ২০০ থেকে ৩০০ নেতা কর্মী জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে স্লোগান দেন। এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হয়েছে। পুলিশ সেখান থেকে ৪২ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যান।

শাহবাগ থানার মামলার এজাহারে বলা হয়, রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০০ থেকে ১৫০ নেতা কর্মী জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন। এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ায় ১৩ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল গতকাল রোববার।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট