হোম > সারা দেশ > ঢাকা

ভোগান্তি নিয়ে ট্রেনের ছাদে ঢাকায় ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ঢাকায় ফিরছে কর্মমুখী মানুষ। ছবি: আজকের পত্রিকা

ঈদের ১০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আগামীকাল রোববার (১৫ জুন) খুলছে সরকারি ও বেসরকারি অফিস, ফলে ছুটির শেষ দিনে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে কমলাপুর রেলস্টেশনসহ বাস টার্মিনালে।

আজ কমলাপুর রেলস্টেশনে সরেজমিন দেখা যায়, উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ব্যাপক ভিড়। আসন না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেছেন। অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে কমলাপুর স্টেশনে পৌঁছাচ্ছে। এতে ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছেন যাত্রীরা।

শনিবার রংপুর ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন যথাক্রমে এক থেকে দুই ঘণ্টা বিলম্বে কমলাপুর স্টেশনে পৌঁছেছে। স্টেশন চত্বরে তীব্র ভিড়ের মধ্যে পরিবার নিয়ে ফিরতে দেখা গেছে অনেককেই।

জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ঢাকায় ফিরছে কর্মমুখী মানুষ। ছবি: আজকের পত্রিকা

রংপুর থেকে আসা যাত্রী আনোয়ার হোসেন কমলাপুর রেলস্টেশনে আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট পাইনি। উঠেছি ছাদে। রোদের মধ্যে পুরো পথ আসতে কষ্ট হয়েছে। কিন্তু অফিস তো মিস করা যাবে না।’

আরেক যাত্রী আসমা আক্তার বলেন, ‘ঈদের ছুটি শেষ, তাই চাপ থাকবেই বুঝেছি। কিন্তু এত ভিড়, এত কষ্ট হবে ভাবিনি। ট্রেনও দেরিতে এসেছে। ট্রেনের মধ্যে এত মানুষ পা ফেলার জায়গা ছিল না।’

কমলাপুর রেলস্টেশনের এক কর্মকর্তা আজকের পত্রিকা বলেন, ‘অতিরিক্ত যাত্রীর কারণে কিছু ট্রেন দেরিতে পৌঁছাচ্ছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আমাদের প্রথম অগ্রাধিকার হলেও ছাদে যাত্রী ওঠা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না।’

এদিকে পথের কষ্ট সত্ত্বেও কাজে ফিরতে চাওয়া এই মানুষগুলোর চোখে মুখে ক্লান্তি থাকলেও মন জুড়ে ছিল ঈদের স্মৃতি আর পরিবারের সঙ্গে কাটানো আনন্দ। একই সঙ্গে পথের ভোগান্তি নিয়ে সড়কপথ ও নৌ পথে কর্মজীবী মানুষেরা যে যেভাবে পারছে ঢাকায় ফিরছেন। ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীর চাপ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার