হোম > সারা দেশ > ঢাকা

গফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ভোগান্তির শিকার যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনের অদূরে কাচারি রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথে কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে বেলা সাড়ে ১২টায় ছেড়ে যায়। রেলওয়ে স্টেশনের অদূরে কাচারি রোড রেলক্রসিং এলাকায় দুপুর ১২টা ৩৫ মিনিটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রায় ১ ঘণ্টা পর কোনো রকমে ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে এনে দাঁড় করিয়ে রাখা হয়। পরে ট্রেনের চালকসহ সংশ্লিষ্টরা আড়াই ঘণ্টা চেষ্টা করেও ট্রেনটি চালু করতে পারেননি। বিকল্প ইঞ্জিন এলে মহুয়া কমিউটার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

এ দিকে ময়মনসিংহ ও মোহনগঞ্জগামী অসংখ্য ট্রেনযাত্রী ভোগান্তির শিকার হন।

যাত্রীরা অনেকেই সড়ক পথে ও অগ্নিবীণা এক্সপ্রেসে করে গন্তব্যে রওনা হয়েছেন।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মোস্তফা কামাল বলেন, মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হলেও ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে নিয়ে আসায় এ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন হবে না।

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে