‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলায় তাঁর বিচার শুরু হলো।
এ সময় রফিকুল ইসলাম মাদানী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। কারাগার থেকে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারকের জিজ্ঞাসায় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। ট্রাইব্যুনাল আগামী ৩০ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।
গত বছর ৮ এপ্রিল সন্ধ্যায় আদনান শান্ত নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা করেন। মামলায় বলা হয়, ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মানহানিকর বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার হওয়ায় তাঁদের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। রফিকুল ইসলাম মাদানী বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা বক্তব্য দিয়ে অপপ্রচার করছেন। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
এ ছাড়া গাজীপুরের গাছা থানা দায়ের করা অন্য একটি মামলায় ইতিপূর্বে তার বিচার শুরু হয়েছে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে গত বছর ২৫ মার্চ বিক্ষোভকালে ঢাকার মতিঝিল থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে পুলিশ। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। ওই ঘটনার মামলায় তাঁকে আসামি করা হয়নি। সেখান থেকে ছাড়া পেয়ে তিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অপপ্রচার চালাতে থাকেন ও ধর্মীয় উসকানি দিতে থাকেন। এরপর ৭ এপ্রিল তাকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গাজীপুরে দায়ের করা আরেক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।