হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ও সাত কলেজে সোমবারের পরীক্ষা স্থগিত

আজকের পত্রিকা ডেস্ক­

রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকেও দুই পক্ষকে মুখোমুখি অবস্থানে দেখা যায়। ছবি: স্ক্রিনশট

রাজধানীর নীলক্ষেত এলাকায় মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষে কয়েকজন জখম হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। চার প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। তবে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১০ পর্যন্ত সংঘাত থামেনি। পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

এ পরিস্থিতিতে সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা শিক্ষার্থীদের আহ্বান করব, তারা যেন শান্ত থাকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হবে, আগামীকাল কোনো ক্লাস–পরীক্ষা হবে না।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের রুখে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এদিকে তিনটি হলের সামনে সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা।  রাত সাড়ে ১২টার সময় এমন চিত্র দেখা গেছে। নীলক্ষেত, নিউমার্কেট এলাকার পরিস্থিতি আগের চেয়ে কিছুটা শান্ত রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা নিজ নিজ হলের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন।  

হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী সাবের আজকের পত্রিকাকে বলেন, ‘সাত কলেজের শিক্ষার্থীরা আগ বাড়িয়ে ঝামেলা করার চেষ্টা করছে, আমরা তাই সতর্ক অবস্থানে আছি। আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না।’

এর আগে রাত ১১টা থেকেই ৭ কলেজের শিক্ষার্থীরা উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া চলে। সোয়া ১২টার দিকে ঢাবি শিক্ষার্থীরা সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নীলক্ষেত মোড় পার করে দেয়। সাত কলেজ শিক্ষার্থীরা নিউমার্কেট ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে।

বিজ্ঞপ্তি

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন