হোম > সারা দেশ > ঢাকা

রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা 

রাজধানী ঢাকার অন্যান্য এলাকার মতো জুরাইনে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে নেমেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই কয়েক শ শিক্ষার্থী হাতে লাঠি নিয়ে পরিবহনগুলোকে সুশৃঙ্খলাভাবে চলাচলে সহায়তা করছেন। ঢাকা-মাওয়া সড়কের পোস্তগোলা এলাকায় রাস্তা ঝাড়ু দিতে এবং জুরাইন ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতেও দেখা যায় তাঁদের।

সকাল ১০টার দিকে জুরাইন মাদ্রাসা রোডের মাথা থেকে পোস্তগোলা পর্যন্ত ঢাকা-মাওয়া সড়কে যানজট নিরসনে কাজ করছিলেন বিভিন্ন স্কুল-কলেজ ও  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ ব্যাপারে প্রবাসী ছাত্র মনির হোসেন বলেন, ‘আমরা দলমত বুঝি না। এখানে আমাদের কোনো টিম লিডারও নাই। বিবেকের তাড়নায় আমরা এসব ময়লা-আবর্জনা পরিষ্কার করছি।’

এদিকে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত নারায়ণগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী তিফা বলেন, ‘ট্রাফিক পুলিশ সদস্যরা এখনো তাঁদের কর্মস্থলে ফিরে আসেননি। তাই জনগণের দুর্ভোগ লাঘবে ও রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহনগুলোকে সঠিকভাবে চলাচলে দায়িত্ব পালন করছি। ট্রাফিক পুলিশ সদস্যরা কাজে ফিরে এলে আমরা চলে যাব।’

জুরাইন এলাকার বাসিন্দা খোরশেদ বলেন, জুরাইন ফ্লাইওভারের নিচের বড় একটি অংশ এত দিন ময়লা-আবর্জনায় নোংরা হয়েছিল। সেই সঙ্গে পাবলিকের করা প্রস্রাবের দুর্গন্ধে নাক চেপে হাঁটতে হয়। শিক্ষার্থীরা পরিষ্কার করায় অনেকটা পরিচ্ছন্ন হয়েছে ফ্লাইওভারের নিচের অংশ ও রাস্তা। তবে এটা অব্যাহত রাখা উচিত।’

জুরাইন এলাকার আরেক বাসিন্দা জুয়েল বলেন, ‘শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানাই।’

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার