হোম > সারা দেশ > ঢাকা

মৃত নবজাতকের পাশে চিরকুট ‘দয়া করে কেউ দাফন করুন’

টাঙ্গাইল ও ঘাটাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে একটি মসজিদের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নবজাতকের লাশ পাওয়া গেছে। একটি কার্টনে রাখা ওই লাশের সঙ্গে ছিল একটি চিরকুট। আজ মঙ্গলবার সকালে উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ওই নবজাতকের লাশ পাওয়া যায়।

কার্টনে নবজাতকের লাশের সঙ্গে থাকা চিরকুটে লেখা, ‘দয়া করে আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম। বাচ্চাটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’ কার্টনে ১ হাজার টাকাও পাওয়া গেছে।

টাঙ্গাইলের এলেঙ্গা-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড এলাকার পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদের পাশ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। রাইস কুকার কার্টনের ভেতর থেকে উদ্ধার করা নবজাতকের লাশ দেখতে স্থানীয় ও আশপাশের এলাকার লোকজন ভিড় করে।

সিঙ্গুরিয়া পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, ‘সকালে মক্তব শেষে বাড়িতে কাজ করছিলাম। এ সময় খবর আসে, মসজিদের পাশে একটি রাইস কুকার ফেলে রাখা হয়েছে। রাইস কুকারের কার্টন দেখে কেউ কেউ ধারণা করছিল, ভেতরে অন্য কিছু থাকতে পারে। তাই ভয়ে কেউ কার্টনটি খুলতে সাহস পাচ্ছিল না।’

গোলাম মোস্তফা আরও বলেন, ‘এরপর মসজিদে গিয়ে দেখি, সামনের দরজার পাশে কার্টনটি রাখা। মসজিদ কমিটির লোকজনকে সঙ্গে নিয়ে কার্টনটি খুলে দেখি, ভেতরে একটি মৃত নবজাতক। সঙ্গে একটি চিরকুট। পরে খবর দিলে পুলিশ এসে মৃত নবজাতককে উদ্ধার করে।’

এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কার্টনসহ নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’