হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালে সেবা বন্ধ রেখে বসন্ত উৎসব, রোগীদের ভোগান্তি

ফেনী প্রতিনিধি

ফেনীতে রোগীদের সেবা কার্যক্রম বন্ধ রেখে সদর হাসপাতালে বসন্তবরণ উৎসব করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের পুরোনো ভবনে এ উৎসবের আয়োজন করা হয়। এতে গান-বাজনা নিয়ে আনন্দে মেতে ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। 

এদিকে, দিনটিতে সরকারিভাবে নির্ধারিত কোনো ছুটি না থাকলেও বসন্তবরণ উৎসব চলে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ফলে সরকারি হাসপাতালটির আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিতে আসা চার শতাধিক রোগী সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে। 

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রহিমা বেগম নামে এক নারী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এসে চিকিৎসকের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও পাইনি। হাসপাতালে উৎসব তাই সেবা দেরি হচ্ছে শুনেছি।’ পরে তিনি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেবেন বলে হাসপাতাল ত্যাগ করেন। 

চিত্তরঞ্জন নামে এক বৃদ্ধ বলেন, ‘সারা রাত কোমর ব্যথায় কষ্ট করেছি। সকালে ডাক্তার দেখিয়ে সমস্যা থেকে মুক্তি পাব ধারণা করেছি, এখন কোথায় যাব বুঝতে পারছি না। এ ধরনের আয়োজন অন্য সময় করলে ভালো হতো।’ 

শফিকুর রহমান নামে আরেক রোগী চিকিৎসককে না পেয়ে কী করবেন বুঝতে পারছেন না। তিনি বলেন-‘দীর্ঘক্ষণ অপেক্ষায় আছি কিন্তু কেউ জানাচ্ছে না চিকিৎসক কোথায় আছেন। হাসপাতালের কাউকে জিজ্ঞেস করলেও ধমক দেন।’ 

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিদিনের মতো সকাল ১০টা থেকে হাসপাতালে চিকিৎসাসেবা দিয়েছেন। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজীর মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব