হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালে সেবা বন্ধ রেখে বসন্ত উৎসব, রোগীদের ভোগান্তি

ফেনী প্রতিনিধি

ফেনীতে রোগীদের সেবা কার্যক্রম বন্ধ রেখে সদর হাসপাতালে বসন্তবরণ উৎসব করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের পুরোনো ভবনে এ উৎসবের আয়োজন করা হয়। এতে গান-বাজনা নিয়ে আনন্দে মেতে ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। 

এদিকে, দিনটিতে সরকারিভাবে নির্ধারিত কোনো ছুটি না থাকলেও বসন্তবরণ উৎসব চলে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ফলে সরকারি হাসপাতালটির আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিতে আসা চার শতাধিক রোগী সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে। 

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রহিমা বেগম নামে এক নারী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এসে চিকিৎসকের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও পাইনি। হাসপাতালে উৎসব তাই সেবা দেরি হচ্ছে শুনেছি।’ পরে তিনি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেবেন বলে হাসপাতাল ত্যাগ করেন। 

চিত্তরঞ্জন নামে এক বৃদ্ধ বলেন, ‘সারা রাত কোমর ব্যথায় কষ্ট করেছি। সকালে ডাক্তার দেখিয়ে সমস্যা থেকে মুক্তি পাব ধারণা করেছি, এখন কোথায় যাব বুঝতে পারছি না। এ ধরনের আয়োজন অন্য সময় করলে ভালো হতো।’ 

শফিকুর রহমান নামে আরেক রোগী চিকিৎসককে না পেয়ে কী করবেন বুঝতে পারছেন না। তিনি বলেন-‘দীর্ঘক্ষণ অপেক্ষায় আছি কিন্তু কেউ জানাচ্ছে না চিকিৎসক কোথায় আছেন। হাসপাতালের কাউকে জিজ্ঞেস করলেও ধমক দেন।’ 

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিদিনের মতো সকাল ১০টা থেকে হাসপাতালে চিকিৎসাসেবা দিয়েছেন। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজীর মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল