হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ২ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রনি আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন মো. শহিদুল ইসলাম (২০) ও মো. আশিকুর রহমান (২৫) নামের আরও দুই যুবক। গতকাল মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের আমিরাবাগ বাদামগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের জিনজিরা ইউনিয়নের বাদামগাছতলা এলাকায় সিএনজি স্টেশনে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সরবরাহের সময় বিকট শব্দে সিএনজি স্টেশনের মেশিন ও সিলিন্ডার ফেটে যায়। এ সময় গ্যাস সরবরাহকারী রনিসহ তিনজন কর্মচারী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই রনির মৃত্যু হয়। অপর দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, জিনজিরা ইউনিয়নের বাদামগাছতলা এলাকায় নামবিহীন একটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। ওই স্টেশনে একটি সিএনজিচালিত অটোরিকশা গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির