হোম > সারা দেশ > ঢাকা

নবাবগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ, কলেজছাত্রসহ নিহত ২ 

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জে যাত্রীবাহী বাস–সিএনজি অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কলেজছাত্রীসহ আরও চারজন। আজ শনিবার নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের খারসুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন–দোহার উপজেলার সাতভিটা গ্রামের শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আব্দুর রহমান (৬৭) ও দোহার পৌরসভার ইসলামপুর খালপাড় এলাকার শেখ রাজ্জাকের ছেলে মো. শাহীন (২০)। 

নিহত শেখ আব্দুর রহমান নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও শাহীন জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 
 
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে জয়পাড়া কলেজ মোড় থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি কেরানীগঞ্জের কদমতলী যাচ্ছিল। অটোরিকশাটি খারসুর তালতলা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে হতাহতের ঘটনা ঘটে। 

স্থানীয়রা আহতাবস্থায় শেখ আব্দুর রহমান ও মো. শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত ঢাকায় পাঠানো হয়। 

ওসি মো. শাহ্ জালাল আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাস্থল পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায়।’ তবে নবাবগঞ্জ থানা-পুলিশ বিষয়টি দেখছেন বলে জানান তিনি।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার