হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে ইস্টার্ন ব্যাংকে এসির কম্প্রেসর বিস্ফোরণে নিহত ২

সোনারগাঁ, নারায়ণগঞ্জ (প্রতিনিধি) 

কাঁচপুর মেঘা কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ তুহিন (২৫) ও রাফি (২৩) নামে দুই যুবক মারা গেছেন। আজ রোববার বেলা ১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংক কাঁচপুর উপশাখায় এ ঘটনা ঘটে।

নিহত তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারির ছেলে ও নিহত রাফি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে কাঁচপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসর মেরামতের কাজ করার সময় টেকনিশিয়ান তুহিন ও রাফি কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এসআর পাওয়ার টেকনোলজির জেনারেল ম্যানেজার শফিউল আলম বলেন, ‘ইস্টার্ন ব্যাংক কাঁচপুর উপশাখায় এসি মেরামতের জন্য আমরা তুহিন ও রাফি নামে দুজনকে পাঠালে সেখানে কাজ করতে গিয়ে দগ্ধ হয়ে তারা দুজনই মারা যায়।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী বলেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার