হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকার ব্যবসায়ী কেরানীগঞ্জ গিয়ে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সজল ঢালি (৪৫) নামে পুরান ঢাকার এক কাপড় ব্যবসায়ী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত বুধবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন বাড়ির কাজ শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ। তার মোবাইল ফোন বন্ধ থাকায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্বজনরা। 

এ ঘটনায় গত বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ সজল ঢালির শ্বশুর মো. অহিদুল। 

জিডিতে তিনি উল্লেখ করেন, গত বুধবার রাত আনুমানিক ১১টায় কেরানীগঞ্জের হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ সি-ব্লকের নির্মাণাধীন বাড়ির কাজ শেষে রাজধানীর শ্যামপুরের আরসিন গেটের বর্তমান বাসায় ফেরার পথে রওনা হয়। এরপর আর বাসায় ফেরেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। 

নিখোঁজ সজল ঢালির স্ত্রী তানিয়া আক্তার বলেন, তাঁর স্বামী পুরান ঢাকার সদরঘাটে কাপড় ব্যবসায়ী। সজলের সঙ্গে কারও সঙ্গে দ্বন্দ্ব ছিল না। এমনকি পারিবারিক কোনো কলহ নেই। বুধবার দুপুরে প্রতিদিনের মতো বাসা থেকে বেরিয়ে সদরঘাটে অফিসে যান। সেখান থেকে কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে নির্মাণাধীন বাড়ির কাজের অগ্রগতি দেখতে যান। রাতে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। ওই দিনের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। 

তিনি আরও বলেন, দিন যতই যাচ্ছে স্বজনদের মধ্যে উৎকণ্ঠা তত বাড়ছে। দুই মেয়ে শুধু বাবাকে খুঁজছে। তারা বারবার আকুতি জানিয়ে বলেন, আমার বাবাকে ফিরিয়ে দাও। ঘটনার পর র‍্যাব-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজলের খোঁজে তদন্তের নেমেছে। এখনো তার সন্ধান পায়নি তারা। 

এ প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন অর-রশিদ বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে সর্বশেষ অবস্থান দেখতে পেয়েছি তিনি কেরানীগঞ্জ থেকে ঢাকায় উদ্দেশ্যে গিয়েছেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।’  

নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি জানান।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার