হোম > সারা দেশ > ঢাকা

খালে যারা ময়লা ফেলে, তাদের মস্তিষ্কে ময়লা আছে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার লাউতলা খাল থেকে দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উচ্ছেদ অভিযানের পাশাপাশি লাউতলা খালে পরিচ্ছন্নতা কর্মসূচিও হাতে নিয়েছে ডিএনসিসি। পরিচ্ছন্নতা অভিযানে ডিএনসিসিকে সহায়তা করছেন দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবী।

পরিচ্ছন্নতা কর্মসূচি শুরুর আগে সকাল পৌনে ১০টার দিকে বছিলায় অবস্থিত পশ্চিমাঞ্চল পুলিশ লাইন মাঠে (বছিলা ট্রেনিং একাডেমি) ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম স্বেচ্ছাসেবীদের শপথবাক্য পাঠ করান।

এ সময় মেয়র বলেন, ‘খালে যারা ময়লা ফেলে, তাদের মস্তিষ্কে ময়লা আছে। তাদের মনে ময়লা আছে। তারা সুনাগরিক নন। খালে ময়লা ফেলে নিজেদের সুনাগরিক দাবি করা যায় না।’ 

সকাল ১০টার দিকে লাউতলা খাল পরিষ্কারের কাজ শুরু হয়। এ সময় স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতে মেয়র আতিকুল ইসলাম নিজে খালে নেমে ময়লা পরিষ্কারের কাজ করেন। 

এলাকাবাসীকে সম্পৃক্ত করে মৃত এই খালকে আবার সচল করতে চান জানিয়ে ডিএনসিসি মেয়র সাংবাদিকদের বলেন, ‘কোনো দখলদারকে নোটিশ দেওয়া হবে না। খালের ১০০ ফুটের মধ্যে যা যা পড়বে, সব ভেঙে ফেলা হবে। অবৈধ স্থাপনা ভাঙা না হলে, তার দেখাদেখি আরেকজন খাল দখল করবে।’ 

মেয়রের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসি অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ। তিনি আজকের পত্রিকাকে জানান, তিন দিনের এই উচ্ছেদ অভিযানে সিএস রেকর্ড ধরে খালের জায়গা চিহ্নিত করে সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে। তবে প্রথম দিন স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় লাউতলা খালের তিন কিলোমিটার অংশ পরিষ্কার করা হয়েছে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার