হোম > সারা দেশ > ঢাকা

সাভার-ধামরাইয়ে কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ১৫ কারখানা বন্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাসসহ কয়েকটি দাবিতে ঢাকার সাভার ও ধামরাই উপজেলার বিভিন্ন তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ হয়েছে। এতে অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

আজ রোববার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জিএবিসহ (গিল্ডান) আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ ছাড়া আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম, শারমীন, নাসা গ্রুপের বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন। পরে শিল্পাঞ্চল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নাম প্রকাশে অনিচ্ছুক জিএবি কারখানার এক শ্রমিক বলেন, ‘কারখানায় ওভার টাইম–হাজিরা বোনাস নেই, যখন–তখন শ্রমিক ছাঁটাই করা হয়। গত বৃহস্পতিবার এসব দাবি জানানোর পর আজকে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।’ 

অপর দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় স্নোটেক্স আউটার ওয়্যার কারখানার সামনে চাকরির দাবিতে বিক্ষোভ করেন চাকরিপ্রত্যাশী শ্রমিকেরা। 

ধামরাই একমি কনজ্যুমারসের শ্রমিকেরা তাঁদের অ্যাগ্রোভেট ও কনজ্যুমার ফার্মার সঙ্গে অন্তর্ভুক্ত করা, ফার্মার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সব সুযোগ-সুবিধা প্রদানসহ ১৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। 

এ বিষয়ে শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা নানা দাবিতে বিক্ষোভ করছেন। দাবিগুলো একেক জায়গায় একেক রকম। ধামরাইয়ে স্নোটেক্স কারখানার সামনে চাকরিপ্রত্যাশীরা বিক্ষোভ করেছে। একমি কনজ্যুমারসের শ্রমিকেরা বিক্ষোভ করছেন। ১০–১৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।’

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন দুই দিন পিছিয়ে শনিবার, থাকবে বিআরটিসির বাস সার্ভিস

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ