হোম > সারা দেশ > ঢাকা

‘আবরার রক্ত দিয়ে সুন্দর বুয়েট উপহার দিয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবরার নিজের রক্ত দিয়ে দীর্ঘদিনের অপরাজনীতি থেকে বুয়েটকে মুক্ত করে সুন্দর ক্যাম্পাস উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুরে আবরারের রায়ের প্রতিক্রিয়া জানাতে বুয়েটের শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ কথা জানান।

শিক্ষার্থীরা বিবৃতিতে বলেন, ‘আবরার ফাহাদকে তাঁর রুম থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে সারা রাত নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা শুরু থেকেই এই ন্যক্কারজনক ঘটনার বিচারের দাবিতে সোচ্চার ছিলাম। একই সঙ্গে বিজ্ঞ আদালতের প্রতি আস্থাশীল ছিলাম।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘আজ আদালত ২০ আসামির মৃত্যুদণ্ড এবং বাকি ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এই রায়ের মাধ্যমে সবার আস্থার প্রতিফলন ঘটেছে। আমরা এই রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি এবং আবরারের পরিবারের সঙ্গে একাত্মতা পোষণ করে আশাবাদ ব্যক্ত করছি যে, এই রায় শেষ পর্যন্ত বহাল থাকবে এবং এই রায় বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

এ সময় শিক্ষার্থীরা পালাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে এহতেশামুল রাব্বি তানিম, মুজতবা রাফিদ ও মোর্শেদ-উজ-জামান মন্ডল জিসান এখনো পলাতক। আমরা জোর দাবি জানাচ্ছি, পলাতক তিনজনকে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হোক।’

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার