হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীতে ময়লার গাড়ির চাপায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালীতে ফ্লাইওভারের মুখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় শিখা রানী ঘরামী নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী ফ্লাইওভারের ঢালে রাস্তা পরিষ্কারের সময় উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

জানা গেছে, নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে গাড়িটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। 

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে সড়ক দুর্ঘটনায় ডিএনসিসির একজন পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। তবে এখনো বলা যাচ্ছে না কোন গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।’ 

তিনি বলেন, ‘এ বিষয়ে বনানী থানাকে জানানো হয়েছে, পুলিশ খোঁজখবর নিচ্ছে। আশা করি খুব শিগ্‌গির আমরা বিষয়টা জানতে পারব।’ 

কমোডর এস এম শরিফ-উল ইসলাম বলেন, ‘শিখা রানী নামের যে পরিচ্ছন্নকর্মী মারা গেছেন, তিনি ডিএনসিসির আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মী হিসেবেই কাজ করতেন। এ ছাড়া ডিএনসিসিতে বেশ কিছু আউটসোর্সিং ময়লার গাড়িও চলে।’ 

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি কিছুই বলতে পারেননি।

তবে এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান আজকের পত্রিকাকে বলেন, রাতে ডিএনসিসির গাড়ির চাপায় এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে। তিনি বলেন, ওই ঘটনায় নিহত শিখা রানীর ঘরামীর ছেলে খোকন ঘরামী বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেছে। 

এর আগে সম্প্রতি দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তানে নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈম ও পান্থপথে উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক সাংবাদিকের মারা যাওয়ার ঘটনা ঘটে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট